ডেস্ক রিপোর্ট: পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ইতালীয় সরকার পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। এই শোক পালন করা হবে মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে শনিবার (২৬ এপ্রিল) পর্যন্ত। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বে মন্ত্রীপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
জাতীয় শোক পালনের অংশ হিসেবে, দেশটির সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং স্কুলগুলোতে এক মিনিট নীরবতা পালন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া, সরকারি কর্মকর্তাদের সব ধরনের নিয়মিত কার্যক্রম বাতিল করা হয়েছে।
ক্যাথলিক চার্চের এই আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিসকে সম্মান জানাতে ইতালি জুড়ে চলবে এই গভীর শ্রদ্ধা ও শোকের আয়োজন।
সোমবার (২১ এপ্রিল) পোপ ফ্রান্সিস স্ট্রোকে মারা যান। তার অন্ত্যেষ্টিক্রিয়া শনিবার (২৬ এপ্রিল) সেন্ট পিটার্স ব্যাসিলিকায় অনুষ্ঠিত হবে। এই আয়োজনে বিশ্বের নানা প্রান্ত থেকে তীর্থযাত্রী ও রাষ্ট্রপ্রধানরা অংশগ্রহন করবেন। অনুষ্ঠান পরিচালনার জন্য ইতালির নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান ফ্যাবিও সিসিলিয়ানোকে কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে।

Discussion about this post