ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী ও ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা জেমিমা গোল্ডস্মিথ দক্ষিণ আফ্রিকায় পাহাড়ে চড়তে গিয়ে আহত হয়েছেন।
তিনি নববর্ষের ছুটিতে পরিবারের সঙ্গে কেপটাউনের লায়ন্স হেড পাহাড় এলাকায় বেড়াতে যান। পাহাড় থেকে পড়ে গেলে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কেপটাউনের একটি হাসপাতালে নেওয়া হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য নিশ্চিত করে।
জেমিমা নিজের ইনস্টাগ্রাম পোস্টে এই দুর্ঘটনার কথা বিস্তারিতভাবে শেয়ার করেছেন এবং নববর্ষের শুভেচ্ছাও জানিয়েছেন ভক্তদের। তিনি জানিয়েছেন, পরিবার ও বন্ধুদের সঙ্গে লায়ন্স হেড পাহাড়ের চূড়ায় উঠার পর তিনি সুন্দর দৃশ্য উপভোগ করছিলেন, কিন্তু হঠাৎ হোঁচট খেয়ে পড়েন এবং আহত হন।
তার ইনস্টাগ্রাম পোস্টে, ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। একটি ছবিতে তিনি পাহাড়ে ভ্রমণ করার সময় তোলা সুন্দর ছবি শেয়ার করেছেন এবং আরেকটি ছবিতে স্ট্রেচারে শুয়ে থাকা অবস্থায় তাকে দেখা গেছে।
লায়ন্স হেড একটি সুন্দর পাহাড়, যা দক্ষিণ আফ্রিকার টেবিল মাউন্টেন ও সিগন্যাল হিলের মধ্যে অবস্থিত। এটি হাইকারদের জন্য জনপ্রিয় এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৬৯ মিটার উঁচু।
জেমিমা গোল্ডস্মিথ পাকিস্তানের পিটিআই দলের সাবেক প্রধান ইমরান খানের স্ত্রী হিসেবে পরিচিত। তার ব্যক্তিত্বের জন্য অনেকের কাছে তিনি প্রশংসিত। তিনি ১৯৯৫ সালে ইমরান খানকে বিয়ে করেন এবং ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের দুটি সন্তান রয়েছে, সুলাইমান ইসা খান ও কাশিম খান।
তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও সাংবাদিক হিসেবে পরিচিত।

Discussion about this post