ডেস্ক রিপোর্ট: পৃথিবীর সামগ্রিক বাস্তুতন্ত্রে মানুষের নেতিবাচক কার্যকলাপের প্রভাবে মহামারি বৃদ্ধির মতো ঘটনা ঘটছে। মানুষের কারণেই নিত্যনতুন সংক্রামক রোগ বাড়ছে, যার কারণে অনেক মানুষ মারা যাচ্ছে। বাস্তুতন্ত্রের স্বাভাবিক অবস্থায় ব্যাঘাতের কারণে মহামারির উদ্ভব হচ্ছে। এক গবেষণা চালিয়ে এসব তথ্য জানিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, জীববৈচিত্র্যের ওপর প্রভাবের কারণে ক্ষতিকর রোগজীবাণু বন্য প্রাণী থেকে মানুষের কাছে যাওয়ার সুযোগ পাচ্ছে। দক্ষিণ আমেরিকায় বন উজাড়ের কারণে জলাতঙ্কের বিস্তার ঘটছে বেশি। মানুষের কার্যকলাপের কারণে প্রাণীঘটিত রোগের উত্থান ঘটছে। সমস্যা সমাধানের জন্য গবেষকেরা মানবস্বাস্থ্য ও প্রাকৃতিক পরিবেশের আন্তনির্ভরতার ওপর জোর দিয়ে পৃথিবীর স্বাস্থ্য উন্নয়নের জন্য পরামর্শ দিয়েছেন।
গবেষণার তথ্যমতে, সুস্থ ইকোসিস্টেম প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে রোগ নিয়ন্ত্রণ করে। বাস্তুতন্ত্র স্বাভাবিক থাকলে শিকারি ও শিকারের মধ্যে গতিশীল সম্পর্ক থাকে। তখন গাছপালার বৃদ্ধি ঘটে। বর্তমানে দেখা যাচ্ছে, মানুষের কারণে বন উজাড় হচ্ছে। জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্যের ক্ষতির মতো কার্যকলাপ পরিবেশের ভারসাম্যকে পরিবর্তন করেছে। এতে রোগজীবাণু আরও সহজে ছড়িয়ে পড়ছে। উদাহরণ হিসেবে গবেষকেরা জানিয়েছেন, জলবায়ুর পরিবর্তনের কারণে রোগ বহনকারী মশা পূর্বের নাতিশীতোষ্ণ অঞ্চলে বেশি দেখা যাচ্ছে।
সূত্র: গ্যাজেট৩৬০

Discussion about this post