ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের ছোড়া ১২৫টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। রবিবার (২৯ সেপ্টেম্বর) এমন দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্থানীয় গভর্নর জানিয়েছে, একটি ড্রোন পশ্চিমাঞ্চলীয় শহর ভোরোনজের একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে। তবে কোনও হতাহত হয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
পৃথকভাবে বেলগোরডের পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ড্রোন হামলায় সীমান্ত শহর শেবেকিনোতে একজন নিহত হয়েছেন। বিস্তৃত অঞ্চলে আহত হয়েছেন আটজন বেসামরিক।
রাশিয়া পূর্ব ইউক্রেনে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে ৬ আগস্ট থেকে সীমান্তবর্তী রাশিয়ার কুরস্কে একটি আন্তঃসীমান্ত হামলা শুরু করে কিয়েভ বাহিনী। রুশ ভূখণ্ডের গভীরে ক্রমবর্ধমান বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে তারা।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সাম্প্রতিক হামলার কেন্দ্রবিন্দু ছিল দক্ষিণ ভলগোগ্রাদ অঞ্চল। সেখানে ৬৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। মন্ত্রণালয়টি আরও জানায়, ১৭টি ড্রোন বেলগোরড ও ভোরোনেজ অঞ্চলের প্রতিহত করা হয়েছিল এবং ১৮টি রোস্তভ অঞ্চলে ভূপাতিত হয়েছিল।
ভোরোনেজ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার গুসেভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, একটি ড্রোন আবাসিক ভবনে পতিত হলে সেখানে আগুন ধরে যায়।
তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কেউ হতাহত হয়নি।
ম্যাশ টেলিগ্রাম চ্যানেল একটি ভিডিও প্রকাশ করেছে যেটিতে ভোরোনেজের একটি উঁচু বাড়ির উপরের তলায় আগুন জ্বলতে দেখা গেছে।
তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে ফুটেজটির সত্যতা নিশ্চিত করতে পারেনি।

Discussion about this post