ডেস্ক রিপোর্ট: দক্ষিণ চিলির আইসেন অঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ ৮ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির বেসামরিক অ্যারোনটিক্স ডিরেক্টরেট।
স্থানীয় সংবাদ সংস্থার বরাতে সিনহুয়া জানিয়েছে, বিমানটির দুই পাইলট এবং ৬ আরোহী নিহত হয়েছেন এবং ঘটনার তদন্ত করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, খারাপ আবহাওয়াকে এ দুর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে।
দেশটির প্রেসিডেন্টের আঞ্চলিক প্রতিনিধি রদ্রিগো আরায়া স্থানীয় মিডিয়াকে বলেছেন, ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে। এজন্য আঞ্চলিক প্রসিকিউটরের নেতৃত্বে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া হয়েছে।

Discussion about this post