ডেস্ক রিপোর্ট: ইরান ইসরাইলি আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলি ফাদাভি।
সোমবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের ট্রু প্রমিস-৩ (True Promise-3) যথাযথ সময়ে পরিচালিত হবে’।
ইরান এর আগে ২০২৪ সালের এপ্রিল ও অক্টোবর মাসে ইসরাইলের বিরুদ্ধে দুটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করেছিল। যেগুলো ‘ট্রু প্রমিস-১ ও ট্রু প্রমিস-২’ নামে পরিচিত।
গাজায় চলমান যুদ্ধের প্রসঙ্গে জেনারেল ফাদাভি বলেন, ‘নিজেদের স্বীকারোক্তিতেই দেখা যাচ্ছে, জায়নিস্ট নেতারা বলছেন, হামাস বিজয়ী হয়েছে, আর তারা পরাজিত’।
উল্লেখ্য, গত বছরের ২৬ অক্টোবর ইসরাইলি যুদ্ধবিমান যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ইরাকি আকাশসীমা ব্যবহার করে ইরানের তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে অবস্থিত সামরিক স্থাপনায় হামলা চালায়। ইরান ওই হামলা তাদের জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে আখ্যায়িত করে।
ইরান জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে এই হামলা প্রতিহত করেছে এবং ক্ষয়ক্ষতি সীমিত ছিল। তবে হামলায় পাঁচজন নিহত হন। যাদের মধ্যে চারজন ছিলেন সেনা কর্মকর্তা এবং একজন ছিলেন বেসামরিক নাগরিক।
পরে এই হামলার জবাবে ইসরাইলে ‘অপারেশন ট্রু প্রমিস-২’ নামের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যাতে ইসরাইলের বেশ কয়েকটি সামরিক অবস্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
খবর: মেহের নিউজ

Discussion about this post