ডেস্ক রিপোর্ট: চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে ‘শহিদ সোলাইমানি’ স্যাটেলাইট নক্ষত্রপুঞ্জ উৎক্ষেপণ করা হবে। ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহ তাসনিম নিউজ এজেন্সিকে এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।
সালারিয়েহ বলেন, ইন্টারনেট অফ থিংস (আইওটি) উন্নত করার জন্য ডিজাইন করা ‘শহিদ সোলাইমানি’ উপগ্রহ নক্ষত্রপুঞ্জে বর্তমানে নির্মাণাধীন ২০টি উপগ্রহ রয়েছে।
তিনি বলেন, ‘রিসার্চ’ সিরিজের উপগ্রহ- রিসার্চ ১, ২, ৩ এবং ৪-এর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে অথবা নির্মাণ শুরু হয়েছে।
তিনি দুটি রাডার উপগ্রহের সঙ্গে ‘পার্স ২’ এবং ‘পার্স ৩’ উপগ্রহের উন্নয়নের কথাও উল্লেখ করেছেন। এছাড়া ‘নাহিদ ২’ এবং ‘নাহিদ ৩’ উপগ্রহ-এর আসন্ন উৎক্ষেপণের ওপর জোর দিয়েছেন।
তিনি উল্লেখ করেছেন, ‘শহিদ সোলাইমানি’ নক্ষত্রপুঞ্জের একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ ২০২৫ সালের প্রথম দিকে হতে পারে, যার মূল উৎক্ষেপণ ২০২৬ সালের মার্চে নির্ধারিত।
ইরানের বিদ্যমান স্যাটেলাইটগুলো সম্পর্কে সালারিয়েহ বলেন, কিছু উপগ্রহের কর্মক্ষমতা শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এ সময় তিনি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে উৎক্ষেপিত ‘মেহদা’ উপগ্রহকে কক্ষপথে একটি সক্রিয় টেলিযোগাযোগ প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরেন।
স্যাটেলাইট উন্নয়নে বিশ্ববিদ্যালয়গেুলোর ভূমিকা সম্পর্কে সালারিয়েহ বলেন, ‘অনেক উপগ্রহ সরাসরি বিশ্ববিদ্যালয় থেকে নির্মিত। বিশেষজ্ঞদের প্রশিক্ষণ এবং মহাকাশ প্রযুক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ’
প্রিন্ট করুন
Discussion about this post