ডেস্ক রিপোর্ট: দক্ষিণ লেবাননের সিডন শহরের কাছে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় হামাসের একজন শীর্ষ নেতা নিহত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় এই হামলা হয়। হামাসের সূত্র এবং দুটি নিরাপত্তা সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
সূত্র মতে, ইসরায়েলি অভিযানে হামাসের নিরাপত্তা কর্মকর্তা সামের আল-হাজ নিহত হন। তিনি আয়েন আল-হিলওয়ে শরণার্থী শিবিরে সক্রিয়। তার দেহরক্ষী গুরুতর আহত হয়েছেন।
গত ১০ মাস ধরে ইসরায়েলি বাহিনী গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধের পাশাপাশি লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ এবং অন্যান্য গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। এসব গোষ্ঠী ইসরায়েলি ভূখণ্ডে রকেট, ড্রোন ও কামান হামলা চালিয়েছে।
যদিও বেশিরভাগ হামলা ও পাল্টা হামলা সীমান্তের কাছাকাছি এলাকায় সীমাবদ্ধ ছিল। তবে ইসরায়েলি হামলাগুলো লেবাননের কিছুটা গভীরেও হয়েছে।
জানুয়ারিতে বৈরুতের উপকণ্ঠে একটি ইসরায়েলি হামলায় হামাসের উপপ্রধান সালেহ আরৌরি নিহত হন। গত সপ্তাহে একই এলাকায় একটি হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকুর নিহত হন।
শুকুর নিহতের কয়েক ঘণ্টার মধ্যে হামাসের প্রধান ইসমাইল হানিয়েহকে তেহরানে হত্যা করা হয়। ইরান ও তার আঞ্চলিক মিত্র হিজবুল্লাহ ও হামাস এসব হত্যার জন্য ইসরায়েলকে দোষারোপ করেছে এবং প্রতিশোধের ঘোষণা দিয়েছে।

Discussion about this post