ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের ১৫টি অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা এবং আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে রাতভর অন্তত ১০৫টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাশিয়ার ১০৫টি ড্রোনের মধ্যে ৭৮টি গুলি করে নামিয়েছে তারা। আরও ২৩টি ড্রোন ইলেকট্রনিক যন্ত্রপাতির মাধ্যমে প্রভাবিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এই ড্রোন হামলায় কিয়েভ, ওডেসা এবং ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলের বিদ্যুৎ লাইন এবং সাবস্টেশনের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলায় ওডেসা অঞ্চলের রেল পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়েছে এবং কিছু বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার বলেছেন, রাতভর চালানো হামলায় তার অঞ্চলের অন্তত তিন হাজার গ্রাহককে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। তবে আরও দুই হাজার মানুষ এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কিয়েভ ও তার আশেপাশের এলাকায় ১৫ টির মতো ড্রোন ভূপাতিত করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের শক্তি স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে তাদের বাহিনী।
এছাড়া বুধবার খারকিভের একটি আবাসিক ভবনে রুশ গাইডেড বোমার আঘাতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আগুনে মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটি।
ইউক্রেনে রুশ আগ্রাসনের আড়াই বছর পেরিয়ে গেছে। তখন থেকেই রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনাগুলো লক্ষ করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এর ফলে প্রায়ই ইউক্রেনকে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় থাকতে হয়।
যদিও ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ রাডার স্টেশনে আঘাত করেছে এবং রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে।
প্রিন্ট করুন
Discussion about this post