ডেস্ক রিপোর্ট: ইউক্রেনে অবস্থিত ‘কুসুম ফার্মাসিউটিক্যালস’ নামে একটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১২ এপ্রিল) এক্স পোস্টে কিয়েভ এ দাবি করে।
ভারতে অবস্থিত ইউক্রেন দূতাবাস দাবি করেছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবেই ভারতের ব্যবসায়ী প্রতিষ্ঠানকে টার্গেট করে হামলা চালিয়েছে।
ইউক্রেন দূতাবাস জানিয়েছে, ‘আজকে রাশিয়া ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের গুদাম ঘরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানের ওপর হামলা চালিয়েছে। হামলা চালিয়ে তারা শিশু ও বৃদ্ধদের জন্য তৈরিকৃত ওষুধ ধ্বংস করেছে।’
ইউক্রেনে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস অভিযোগ করে বলেন, কিয়েভে ওষুধ কোম্পানির গুদামঘরে হামলা চালিয়ে তা ধ্বংস করে দিয়েছে রাশিয়া। ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। তবে হামলাটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামঘরে চালানো হয়েছে কিনা সেসম্পর্কে তিনি কিছু বলেননি।
এক্সে পোস্টে মার্টিন বলেন, আজ সকালে রাশিয়া ড্রোন হামলা চালিয়ে কিয়েভের একটি ওষুধ কোম্পানির গুদামঘর উড়িয়ে দিয়েছেন। যেখানে বৃদ্ধ ও শিশুদের প্রয়োজনীয় ওষুধ মজুদ ছিল। রাশিয়া আবারও ইউক্রেনের বেসামরিক মানুষের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, গত ২৪ ঘণ্টায় ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাঁচটি হামলা চালিয়েছে। যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার হওয়া স্থাগিতাদেশের লঙ্ঘন।

Discussion about this post