ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পরিপ্রেক্ষিতে রাজ্যের মানুষকে শান্ত থাকতে এবং শান্তি বজায় রাখতে বলেছে পশ্চিমবঙ্গ পুলিশ।
গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলা হয়েছে।
সাধারণ মানুষের উদ্দেশে পশ্চিমবঙ্গ পুলিশ বলছে, ‘একতরফা বিদ্বেষমূলক ও বিভ্রান্তিকর প্রচারের ফাঁদে পা দেবেন না। শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন।’
পোস্টে বলা হয়েছে, ‘কিছু স্থানীয় টিভি চ্যানেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে প্রতিবেদন হচ্ছে, তা খুবই দৃষ্টিকটুভাবে সাম্প্রদায়িক উসকানিমূলক এবং ভারতের প্রেস কাউন্সিলের নিয়মাবলির পরিপন্থী।’
পশ্চিমবঙ্গ পুলিশ বলছে, ‘দর্শকদের অনুরোধ, এ ধরনের কভারেজ দেখার সময় নিজস্ব বিচার–বিবেচনা প্রয়োগ করুন। মাথায় রাখুন যে চ্যানেলের দেখানো ফুটেজের সত্যতা কিন্তু কোনো নিরপেক্ষ তৃতীয় সংস্থা দিয়ে যাচাই করা নয়।’

Discussion about this post