ডেস্ক রিপোর্ট: আগামী বছর অর্থাৎ ২০২৫ সালকে প্রযুক্তিগত উদ্ভাবনের নতুন অধ্যায় হিসাবে উল্লেখ করেছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। তিনি জানিয়েছেন, নতুন বছরে গুগলের সার্চ ইঞ্জিনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে।
নিউইয়র্ক টাইমস ডিলবুক সামিটে সুন্দর পিচাই বলেন, ‘আগামী বছরের শুরুতেই সার্চ ইঞ্জিনে এমন বৈশিষ্ট্য যোগ করা হবে, যা ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। আমরা এমন জটিল প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব, যা আগে কখনো সম্ভব হয়নি।’
দ্য ভার্জ- এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অন্তর্ভুক্ত করে তাদের সার্চ প্ল্যাটফর্মকে উন্নত করেছে। এআইচালিত সারাংশ তৈরি এবং ভিডিওভিত্তিক সার্চের জন্য উন্নত লেন্স টুল ইতোমধ্যে যুক্ত করা হয়েছে।
এ ছাড়া শিগগিরই গুগল তাদের জেমিনি এআই মডেলের একটি বড় আপডেট প্রকাশ করবে, যা মাইক্রোসফট, ওপেনএআই এবং পারপ্লেক্সিটির মতো এআই সার্চ ইঞ্জিনগুলোর চেয়েও উন্নত হবে বলে দাবি করেছেন সুন্দর পিচাই।
সম্প্রতি নরজেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের পডকাস্টে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা বলেছেন, এআই প্রতিযোগিতায় গুগলই বিজয়ী হওয়ার কথা ছিল।
এ প্রসঙ্গে পিচাই বলেন, ‘আমরা আমাদের নিজস্ব মডেল নিয়ে কাজ করছি, যেখানে মাইক্রোসফট ওপেনএআইয়ের মডেলের ওপর নির্ভরশীল। দুই প্রতিষ্ঠানের এআই মডেল একসঙ্গে রেখে তুলনা করলে বিষয়টি আরও স্পষ্ট হবে।’ গুগল কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ উন্নয়নে নেতৃত্ব দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন সুন্দর পিচাই।
প্রিন্ট করুন
Discussion about this post