ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের উপকূল থেকেও দূরে সরে যাচ্ছে ঘূর্ণিঝড় আসনা। শনিবার ঝড়টি করাচি থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে সরে গেছে বলে জানিয়েছে পাকিস্তান আবহাওয়া অধিদফতর (পিএমডি)। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের ফলে উপকূলীয় অঞ্চলে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।
ডনের খবরে বলা হয়েছে, ঘূর্ণিঝড় আসনা উপকূলীয় অঞ্চলে সরাসরি কোনো হুমকি তৈরি করেনি। তবে এর প্রভাবে শুক্র ও শনিবার সিন্ধু ও বেলুচিস্তানের বেশ কয়েকটি শহরে ঝড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে।
অবিরাম বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে উত্তরাঞ্চলীয় আপার দিরে বাড়ির ছাদ ধসে একই পরিবারের ১৩ জনের মৃত্যু হয়েছে। বেলুচিস্তানের বেশ কয়েকটি এলাকায় হঠাৎ বন্যায় ভেসে গেছে আরও ১৩ জন।

Discussion about this post