ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের পশ্চিম তীরে অভিযান চালিয়ে ৩৬ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল বাহিনী। ফিলিস্তিনি প্রিজনার্স গ্রুপের বরাত রবিবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা।
৩৬ ফিলিস্তিনি বন্দিদের মধ্যে একজন সাংবাদিক, হেব্রনের চারজন নারী শিক্ষার্থী এবং প্রাক্তন বন্দি রয়েছেন।
ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি এবং ফিলিস্তিনি কমিশন অফ ডিটেনিস অ্যান্ড এক্স-ডিটেনিজ অ্যাফেয়ার্সের যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে বুধবার জেনিন শহরে সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ১১০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।
এটিকে কয়েক দশকের মধ্যে পশ্চিম তীরে ইসরায়েলের সবচেয়ে বড় অনুপ্রবেশ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
এই নিয়ে ৭ অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিম তীর এবং জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া ফিলিস্তিনিদের সংখ্যা ১০,৪০০ এর বেশি দাড়িয়েছে। খবর আল জাজিরা

Discussion about this post