ডেস্ক রিপোর্ট: সম্প্রতি ন্যাটো সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫ শতাংশে উন্নীত করার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সেই আহ্বান প্রত্যাখ্যান করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস।
জার্মান চ্যান্সেলর বলেছেন, ৫ শতাংশ জিডিপি একটি বড় পরিমাণ অর্থ। তাছাড়া ন্যাটোর মধ্যে একটি স্পষ্ট সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া রয়েছে। বর্তমানে ন্যাটো সদস্যদের জিডিপির ২ শতাংশ প্রতিরক্ষা খাতে বরাদ্দ করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
জার্মান অর্থনীতি:
জার্মানকে মূলত ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে মূল্যায়ন করা হয়। তবুও দেশটির জন্য ৫ শতাংশ জিডিপি ধার্যের অর্থ বার্ষিক প্রায় ২০০ বিলিয়ন ইউরো (প্রায় ২০৬ বিলিয়ন ডলার)। অথচ জার্মানির মোট ফেডারেল বাজেটই প্রায় ৪৯০ বিলিয়ন ইউরো।
সেক্ষেত্রে ট্রাম্পের দাবি মেনে নিতে হলে প্রতি বছর অতিরিক্ত ১৫০ বিলিয়ন ইউরো সঞ্চয় বা ঋণ করতে হবে জার্মানিকে।
ট্রাম্পের দাবি:
নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ন্যাটো সদস্যদের প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫ শতাংশে উন্নীত করার জন্য চাপ দিয়েছেন। যা বর্তমানে লক্ষ্য মাত্রার দ্বিগুণেরও বেশি।
ইউরোপের দেশগুলোর জন্য তার এই দাবিকে বাস্তবসম্মত মনে করা হয় না এবং অনেকেই এর বিরোধিতা করছেন।
অন্যান্য ইউরোপীয় দেশগুলোর মধ্যে ফ্রান্সের জন্য বাজেট ঘাটতির কারণে প্রতিরক্ষা ব্যয় বাড়ানো কঠিন হয়ে পড়েছে। আর যুক্তরাজ্যের ক্ষেত্রে ২.৫ শতাংশ প্রতিরক্ষা ব্যয় লক্ষ্য অর্জনেরই কোনো সুনির্দিষ্ট সময়সীমা নেই।
এদিকে চেক প্রজাতন্ত্র এ বছর প্রথমবারের মতো প্রতিরক্ষা ব্যয় জিডিপির ২ শতাংশে উন্নীত করেছে। ট্রাম্পের দাবি প্রসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী পেট্র ফিয়ালা বলেছেন, কয়েক বছরের মধ্যে ৩ শতাংশ অর্জন নিয়ে আলোচনা করা বাস্তবসম্মত।
অন্যদিকে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস জোর দিয়ে বলেছেন, ন্যাটোর দীর্ঘস্থায়ী লক্ষ্য অনুযায়ী ২ শতাংশের পথে অগ্রসর হওয়াই অধিকতর যৌক্তিক। খবর : ইরনা

Discussion about this post