ডেস্ক রিপোর্ট: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হিজবুল্লাহপ্রধান নেতা হাসান নাসরুল্লাহর নিহতের ঘটনায় শনিবার ইরান জুড়ে পাঁচ দিনের শোক ঘোষণা করেছেন।
খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘প্রতিশোধ ছাড়া শত্রুদের ছেড়ে দেওয়া হবে না। নাসরুল্লাহর আদর্শকে নির্মূল করা যাবে না’।
শুক্রবার রাতভর লেবাননে রাজধানী বৈরুতে হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইল।
শনিবার ইসরাইলি প্রতিরক্ষা আনুষ্ঠানিকভাবে বাহিনী দাবি করে, নাসরুল্লাহকে হত্যা করেছে তারা। একইদিন নাসরুল্লাহর মৃত্যু নিশ্চিত করে হিজবুল্লাহও।
খামেনির উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, এক বিবৃতিতে খামেনি বলেন, ‘আমি…মহান নাসরুল্লাহ এবং তার শহীদ সঙ্গীদের শাহাদাতের জন্য আমার সমবেদনা জানাচ্ছি এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানে পাঁচ দিনের শোক ঘোষণা করছি।’
ইসরাইলের বিরুদ্ধে ইরান সরাসরি যুদ্ধে না গিয়ে প্রক্সি নীতি গ্রহণ করে আসছে। হিজবুল্লাহকে কয়েক দশক ধরে সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তি এবং অস্ত্র সরবরাহ করে আসছে তেহরান।
গত জুলাইয়ে নিজেদের মাটিতে হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর প্রতিশোধ এখনো নিতে পারেনি মাসুদ পেজেকশিয়ান সরকার। হানিয়ার মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি তেহরান। এরমধ্যে হাসান নাসরুল্লাহর মৃত্যু তাদের গভীর সংকটে ফেলেছে।
যুক্তরাজ্য-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য প্রোগ্রামের পরিচালক সানাম ওয়াকিল বলেছেন, ‘মিত্রদের মধ্যে ইরানের খ্যাতি অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ইরান টেবিল ঘুরিয়ে কিছু মুখ বাঁচানোর উপায় খুঁজছে।’
এই নিরাপত্তা বিশ্লেষক আরো বলেন, ‘নাসরুল্লাহর মৃত্যুর ফলে একটি সমন্বিত প্রতিক্রিয়া দেখাতে পারে ইরান। যার মধ্যে রয়েছে ইরাক এবং ইয়েমেনে হুথিদের দিক থেকে। অথবা খোদ ইসরাইলের উপর সরাসরি হামলাও চালাতে পারে ইরান’।
প্রিন্ট করুন
Discussion about this post