ডেস্ক রিপোর্ট: নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে প্রায় ১৪০ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।
দেশটির পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, মঙ্গলবার গভীর রাতে উত্তর জিগাওয়া রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কার উল্টে যায়। এ সময় অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন। সেই সময় ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে।
নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মুখপাত্র নুরা আব্দুল্লাহির বরাত দিয়ে আল আরাবিয়া জানিয়েছে, এই ঘটনায় প্রায় ১৪০ জনকে গণকবর দেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে উল্লেখ করেছেন তিনি।
গত মাসে নাইজেরিয়ার উত্তর-মধ্য নাইজার রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কারের সাথে ট্রাকের সংঘর্ষের পর বিস্ফোরণে কমপক্ষে ৪৮ জন নিহত হন। নাইজেরিয়ার বেশিরভাগ প্রধান সড়কে প্রায়ই প্রাণঘাতী ট্রাক দুর্ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা এসব দুর্ঘটনার পেছনে চালকদের বেপরোয়া গাড়ি চালনা, রাস্তার বেহাল দশা ও অতিরিক্ত যানবাহনকে দায়ী করেন।

Discussion about this post