ডেস্ক রিপোর্ট: গাজায় এখন পর্যন্ত ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিযুক্ত জাতিসঙ্ঘের ত্রাণ কার্যক্রম সংস্থা ইউএনআরডব্লিউএ-এর ২০৭ সদস্য নিহত হয়েছে। সোমবার (১৯ আগস্ট) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি তাদের অফিসিয়্যাল এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছে যে যুদ্ধের সময় গাজায় তাদের ২০৭ সদস্য নিহত হয়েছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা ৭ অক্টোবরকে বিশ্ব মানবিক দিবস হিসেবে আখ্যা দিয়েছে।
এদিকে, ব্লিঙ্কেন চুক্তিতে জোর দেয়ায় হামলা বাড়াচ্ছে ইসরাইল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন তেল আবিবে রয়েছেন। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর তেল আবিবে এটি হলো হলো তার নবম সফর। সেখানে তিনি ইসরাইলের রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগের সাথে বৈঠকের বলেছেন, হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দীদের দেশে ফিরিয়ে আনার জন্য এটিই মোক্ষম ও চূড়ান্ত মুহূর্ত।
সূত্রে আরো বলা হয়েছে, ব্লিঙ্কেনের সফর এমন একটি মুহূর্তে হচ্ছে, যখন ইসরাইল ফিলাডেলফি করিডোরের দখল নেয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। তারা চেষ্টা করছে, গাজা ও মিসরের মধ্যকার সমগ্র সীমান্ত এলাকা দখলে নিতে। যেন গাজা চতুর্দিক থেকে ইসরাইলি সীমানায় বেষ্টিত হয়ে পড়ে।
উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধে ইসরাইলি হামলায় অন্তত ৪০ হাজার ৯৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ৯২ হাজার ৬০৯ জন আহত হয়েছে। অপরদিকে, আনুমানিক ১১৩৯ ইসরাইলি নিহত এবং দুই শতাধিক বন্দী হয়েছিল। খবর আল জাজিরা

Discussion about this post