ডেস্ক রিপোর্ট: কুরস্কে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়া ইউক্রেনের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে রাশিয়া। দেশটি বৃহস্পতিবার দাবি করেছে, তাদের সামরিক বাহিনী মার্কিন নির্মিত একটি আব্রামস ট্যাংক ধ্বংস করেছে। আগেও ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাংক ধ্বংস করেছে রুশ সেনারা।
কয়দিন আগে ইউক্রেন জানায়, কুরস্ক অঞ্চলের ৩৫ কিলোমিটার ভেতরে তাদের সৈন্যরা ঢুকে পড়েছে। সেখানে তারা এক হাজার ১৫০ বর্গকিলোমিটার দখল নেওয়ার ঘোষণা দেয়। এরমধ্যে ৮২টি বসতিও রয়েছে। এই হামলার ফলে গ্লুশকভো জেলায় সেইম নদীর একটি সেতু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখন রুশ ভূখণ্ড থেকে ইউক্রেনীয় বাহিনীকে তাড়াতে জোরেশোরে অভিযানে নেমেছে রাশিয়া।
টেলিগ্রাম চ্যানেলে মেজর জেনারেল পদমর্যাদার এক রাশিয়ান কর্মকর্তা বলেন, ‘এখন পর্যন্ত ফ্রন্টলাইনে আমাদের জন্য সবকিছুই খুব ভালো এবং সবকিছুই নিয়ন্ত্রণে রয়েছে। আমরা ওদের পিকআপ ট্রাক এবং ১টি আব্রামস ট্যাঙ্কসহ প্রায় ১০টি সামরিক যন্ত্রপাতি ধ্বংস করেছি। প্রতিরোধের মুখে ইউক্রেন সেনারা কোনো সক্রিয় যুদ্ধ অভিযানের চেষ্টা করেনি। ’
২০২৩ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৩১টি আব্রামস ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছিল। রাশিয়া শুরু থেকেই বলে আসছে, পশ্চিমাদের কোন অস্ত্রের বহরই ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি পাল্টে দিতে পারবে না। রাশিয়া আরো বলেছে, ইউক্রেনকে যে সমস্ত অস্ত্র দেওয়া হবে তার সবকিছুই পুড়িয়ে দেওয়া হবে।

Discussion about this post