ডেস্ক রিপোর্ট: স্থায়ীভাবে থেকে কানাডায় যারা প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য বড় দুঃসংবাদ। আগামী বছর ২০২৫ সাল থেকে কানাডা অভিবাসীর সংখ্যা কমাতে যাচ্ছে। যা সামনের বছরগুলোতে আরও কমতে থাকবে। দেশটির সরকারের সংশ্লিষ্ট সূত্রের বরাতে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সূত্র জানিয়েছে, ২০২৫ সালে ৩ লাখ ৯৫ হাজার অভিবাসী নেবে কানাডা। পরের বছর অর্থাৎ ২০২৬ সালে নেওয়া হবে ৩ লাখ ৮০ হাজার অভিবাসী। আর অভিবাসী নেওয়ার সংখ্যা ২০২৭ সালে আরও কমে ৩ লাখ ৬৫ হাজারে নেমে আসবে। চলতি বছর কানাডা ৪ লাখ ৮৫ হাজার অভিবাসী নিয়েছে। অর্থাৎ পরবর্তী তিন বছর কানাডায় অভিবাসী নেওয়ার সংখ্যা এ বছরের তুলনায় অনেকটাই কমে আসবে। এছাড়া ২০২৫ সালে কানাডার সাময়িক বাসিন্দা হিসেবে অভিবাসী নেওয়ার সংখ্যা ৩০ হাজার কমে প্রায় ৩ লাখে নেমে আসবে বলেও জানিয়েছে সূত্র। অভিবাসী নেওয়ার এই সংখ্যা সংবাদমাধ্যম ন্যাশনাল পোস্টের প্রতিবেদনে প্রথম জানা যায়।
কানাডা দীর্ঘদিন ধরে অভিবাসীদের কাছে কাঙ্ক্ষিত গন্তব্য হিসেবে বিবেচিত। অভিবাসী নেওয়ার ক্ষেত্রেও দেশটি তুলনামূলক উদার। যদিও কয়েক বছর ধরে সেখানে অভিবাসীসংক্রান্ত আলোচনা–সমালোচনা বেড়েছে। দেশটিতে আবাসন-সংকট থেকে শুরু করে জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়া, বেহাল স্বাস্থ্যসেবা এসব কিছুর জন্য অভিবাসীদের দায়ী করেন অনেকেই।
এ বিষয়ে অভিবাসীদের অধিকার বিষয়ক সংস্থার মুখপাত্র সৈয়দ হুসেইন জানান, এই সিদ্ধান্তটি সবার জন্য খারাপ হবে। এখন কানাডায় অস্থায়ী মানুষের সংখ্যা বাড়বে। এছাড়া অনেকে অবৈধ হয়ে বসবাস করবেন। এতে করে চাকরির বাজারে তারা শোষণের শিকার হতে পারেন।

Discussion about this post