ডেস্ক রিপোর্ট: ইসরাইলে বড় পরিসরে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। রোববার (২৫ আগস্ট) ইসরাইলের অভ্যন্তরে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তারা। হিজবুল্লাহর এই হামলার প্রশংসা করেছে ইরান।
তারা বলেছে, বর্তমান পরিস্থিতিতে ইসরাইল এসব হামলা রুখে দেওয়ার সক্ষমতা হারিয়েছে।
হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ রোববার হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসরাইলি সেনাবাহিনীর মূল গোয়েন্দা ঘাঁটি গিলট বেজকে লক্ষ্য করে বড় পরিসরে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
গাজায় ইসরাইলি আগ্রাসন এবং তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এর মধ্যেই লেবাননের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠি হিজবুল্লাহর সঙ্গেও যুদ্ধে জড়িয়ে পড়ছে ইসরাইল।

Discussion about this post