ডেস্ক রিপোর্ট: পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। স্থানীয় সময় বুধবার (১ জানুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বুধবার দেশটির পার্লামেন্ট থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
ইসরাইলের নিরাপত্তা পরিস্থিতি এবং সরকারের বিতর্কিত নীতি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরানোর দুমাসেরও কম সময়ের মধ্যে এ ঘোষণা আসল।
গ্যালান্ত ইসরাইলি মিডিয়ায় সম্প্রচারিত এক ভিডিও বার্তায় তার পদত্যাগের ঘোষণা দিয়ে বলেছেন, তিনি নেসেট (পার্লামেন্ট) স্পিকারকে তার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করবেন।
তিনি বলেন, এটি পাবলিক সার্ভিসে তার ৪৫ বছরের কর্মজীবনের বৃহত্তর যাত্রার একটি অংশ। তবে তা এখনো শেষ হয়নি।
পদত্যাগ সত্ত্বেও, গ্যালান্ত লিকুদ পার্টির প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, ‘লিকুদের পথই আমার পথ।’
আনাদোলু এজেন্সি বলছে, ২০২৩ সালের নভেম্বর মাসে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে তার অপসারণসহ একাধিক রাজনৈতিক উত্থানের পরে পদত্যাগ করলেন গ্যালান্ত। গ্যালান্তের মেয়াদ গাজায় চলমান গণহত্যাসহ উল্লেখযোগ্য চ্যালেঞ্জ চিহ্নিত করে।
২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। এক বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলায় ৪৫ হাজার ৫৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসলেও তা উপেক্ষা করে গণহত্যা চালিয়ে যাচ্ছ নেতানিয়াহু বাহিনী।
গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

Discussion about this post