ডেস্ক রিপোর্ট: ইরানের ভাইস প্রেসিডেন্ট পদে ফিরেছেন মোহাম্মদ জাভেদ জারিফ। চলতি মাসের শুরুর দিকে পদত্যাগপত্র জমা দিলেও মঙ্গলবার আবারও দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন জারিফ। ১ আগস্ট জারিফকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যেখানে কৌশলগত বিষয়গুলো তদারকির দায়িত্ব ছিল তার ওপর। তবে নিয়োগের পর থেকেই সমালোচনার মুখে পড়েন জারিফ। যার ফলে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
জারিফের পদত্যাগের পেছনে মূল কারণ ছিল পেজেশকিয়ানের ১৯ সদস্যের মন্ত্রিসভার নিয়োগ নিয়ে তার অসন্তোষ। এ ছাড়া তার সন্তানের মার্কিন নাগরিকত্ব থাকার বিষয়টি নিয়ে যে সমালোচনা হচ্ছিল সেটিও পদত্যাগের অন্যতম কারণ হিসাবে উল্লেখ করেন তিনি।
এদিকে ভাইস প্রেসিডেন্ট পদে জারিফের নিয়োগের কারণে রক্ষণশীলদের কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়েন পেজেশকিয়ানও। যদিও ২০১৫ সালে পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে ইরানের ঐতিহাসিক পারমাণবিক চুক্তির আলোচনা প্রক্রিয়ায় অন্যতম কারিগর ছিলেন জারিফ।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাভেদ জারিফ জানিয়েছেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পরামর্শ এবং লিখিত নির্দেশের কারণে তিনি ইরানের কৌশলগত বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন চালিয়ে যাবেন।
এ দিন ইরানের মন্ত্রিসভা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির সঙ্গে প্রথমবার বৈঠকে মিলিত হয়। যেখানে জারিফও উপস্থিত ছিলেন।
২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত জারিফ হাসান রুহানির সরকারে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এর আগে জাতিসংঘে ইরানের প্রতিনিধি হিসাবেও দায়িত্ব পালন করেছেন।খবর এএফপি

Discussion about this post