ডেস্ক রিপোর্ট: রাশিয়া দাবি করেছে যে, তাদের সেনারা পূর্ব ইউক্রেনের ডনেস্ক অঞ্চলের কুরাখোভে শহরটি দখল করেছে। সাম্প্রতিক মাসগুলোতে এই শহরটি রুশ অগ্রগতির মুখে চরম ক্ষতির শিকার হয়েছে এবং এটি পোকরোভস্কের গুরুত্বপূর্ণ সরবরাহকেন্দ্রের পথে একটি কৌশলগত অবস্থান। তবে ইউক্রেন এখনও কুরাখোভের পতন স্বীকার করেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার দাবি করেছে যে পোকরোভস্কের দক্ষিণে ৮ কিলোমিটার দূরে অবস্থিত দাচেনস্কে গ্রামটিও রুশ বাহিনীর দখলে এসেছে।
রাশিয়ার কুরস্ক অঞ্চলে সাম্প্রতিক দিনগুলোতে তীব্র সংঘর্ষ চলছে, যেখানে ইউক্রেন রবিবার পাল্টা আক্রমণ শুরু করেছে। এর মধ্যেই কুরাখেভ শহর দখলের দাবি করলো রাশিয়া।
শহরটি পোকরোভস্কের দক্ষিণে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। বিবিসি বেশ কয়েকটি ভিডিও যাচাই করেছে, যেখানে কুরাখোভের শহরতলী এবং আশপাশে রুশ সেনাদের পতাকা উত্তোলনের দৃশ্য দেখা গেছে।
ইউক্রেনের পরিচিত সাংবাদিক ইউরি বুতুসভ টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন, কুরাখোভে কার্যত রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে।
ইউক্রেনীয় ব্লগাররা বলছেন, তাদের সেনারা একাধিক রকেট লঞ্চার এবং গ্লাইড বোমার টানা হামলার মুখে পড়েছে।
ইউক্রেনের ফ্রন্টলাইন পর্যবেক্ষণকারী গোষ্ঠী ডিপস্টেট জানিয়েছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত কুরাখোভের বেশির ভাগ এলাকা রুশ নিয়ন্ত্রণে চলে গেছে।
তবে কিয়েভ এখনও রুশ বাহিনীর হাতে কুরাখোভের পতনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
ইউক্রেনের খোর্তিতসিয়া বাহিনীর মুখপাত্র ভিক্তর ত্রেহুবভ জানিয়েছেন, সোমবার সকাল পর্যন্ত কুরাখোভে ইউক্রেনীয় বাহিনী রুশ সেনাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল।
কুরাখোভে ও পোকরোভস্ক সংযোগকারী সড়কগুলো ফ্রন্টলাইনে সেনা ও সরঞ্জাম পরিবহনের গুরুত্বপূর্ণ অংশ। বিশ্লেষক রোমান পোহোরিলি বলছেন, কুরাখোভে দখল রুশ বাহিনীকে উত্তরে পোকরোভস্কে নতুন দিক থেকে হামলার সুযোগ দেবে।
প্রিন্ট করুন
Discussion about this post