ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানে নিষিদ্ধ করা হয়েছে দাবা খেলা। ধর্মীয় কারণ দেখিয়ে খেলাটি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে দেশটির তালেবান সরকার।
২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে তালেবান সরকার ধীরে ধীরে ইসলামী আইনের কঠোর ব্যাখ্যা অনুযায়ী বিভিন্ন নিয়ম-কানুন জারি করে আসছে। সোমবার (১২ মে) এক প্রতিবেদনে ফরাসি গণমাধ্যম ফ্রান্স-২৪ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের ক্রীড়া পরিচালনা অধিদফতরের মুখপাত্র আতাল মাশওয়ানি এএফপিকে বলেন, ‘শরিয়ত (ইসলামী আইন) অনুযায়ী দাবাকে জুয়ার একটি মাধ্যম হিসেবে বিবেচনা করা হয় দাবা খেলাকে। যা গত বছর ঘোষিত ‘সদাচার প্রচার ও অসদাচার নিষিদ্ধকরণ’ আইনে নিষিদ্ধ।
তিনি বলেন, দাবা খেলার বিষয়ে ধর্মীয় বিবেচনা রয়েছে এবং এই বিবেচনাগুলো সমাধান না হওয়া পর্যন্ত আফগানিস্তানে দাবা খেলা স্থগিত থাকবে।
মাশওয়ানি জানান, জাতীয় দাবা ফেডারেশন প্রায় দুই বছর ধরে কোনো আনুষ্ঠানিক প্রতিযোগিতার আয়োজন করেনি এবং নেতৃত্ব পর্যায়ে কিছু সমস্যা রয়েছে।
কাবুলে একটি ক্যাফের মালিক আজিজুল্লাহ গুলজাদা গত কয়েক বছর ধরে অনানুষ্ঠানিক দাবা প্রতিযোগিতার আয়োজন করছেন। তবে তিনি জানান, তার প্রতিষ্ঠানে জুয়ার কোনো ঘটনা ঘটেনি এবং তিনি উল্লেখ করেন যে অন্যান্য মুসলিম-অধ্যষিত দেশেও দাবা খেলা হয়।

Discussion about this post