ডেস্ক রিপোর্ট: ভারতের গুজরাটের পোরবন্দরে ভারতীয় কোস্টগার্ডের একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। রবিবার (৫ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাদ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
বিধ্বস্ত হওয়া এএলএইচ ধ্রুব হেলিকপ্টারটি একটি খোলা মাঠে পড়ে আগুন ধরে যায়। এসময় হেলিকপ্টারে থাকা তিনজন ক্রু সদস্য ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
কোস্টগার্ড সূত্র জানায়, ধ্রুব হেলিকপ্টারটি একটি রুটিন অভিযানে ছিল। দুর্ঘটনাটি কোস্টগার্ডের এয়ার এনক্লেভ এলাকায় ঘটে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং তাদের স্থানীয় সিভিল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত সেপ্টেম্বরে একই ধরনের একটি এএলএইচ এমকে-৩ হেলিকপ্টার পোরবন্দরের কাছে আরব সাগরে পড়ে যায়। ওই দুর্ঘটনায় তিনজন ক্রু নিখোঁজ হন। পরবর্তীতে দুইজনের মরদেহ উদ্ধার করা হলেও পাইলট রাকেশ কুমার রানার মরদেহ এক মাস পরে উদ্ধার হয়।
দুই বছর আগে এএলএইচ ধ্রুব হেলিকপ্টারগুলোর নকশা এবং ধাতুবিদ্যার কিছু ত্রুটি শনাক্ত করা হয়েছিল। এ সংক্রান্ত একাধিক দুর্ঘটনার পর নিরাপত্তা অডিট সম্পন্ন করে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী তাদের এএলএইচ ধ্রুব হেলিকপ্টার বহর সাময়িকভাবে গ্রাউন্ডেড করেছিল।
বর্তমানে সেনা, নৌবাহিনী, বিমানবাহিনী এবং কোস্টগার্ডের কাছে মোট ৩২৫টির বেশি এএলএইচ ধ্রুব হেলিকপ্টার রয়েছে। ২০২৩ সালে ঘটে যাওয়া একাধিক দুর্ঘটনার পর এগুলোর কারিগরি ত্রুটি পরীক্ষা করা হয় এবং পরে এগুলো পুনরায় কার্যক্রমে ফিরে আসে।

Discussion about this post