ডেস্ক রিপোর্ট: মানুষের প্রত্যাহিক জীবনের অন্যতম সঙ্গী চা বা কফি। এক কাপ চা বা কফি না খেলে হয়তো অনেকের দিনই শুরু হয় না। কিন্তু এই চা কফি নিয়ে রয়েছে নানাজনের নানা মত। কারো কারো মতে চা বা কফি খেলে কমে যায় ক্যানসারের আশঙ্কা। আসলেই কি তাই? চলুন জেনে নেয়া যাক।
সম্প্রতি ‘আমেরিকান ক্যানসার সোসাইটি’ এই বিষয়টি নিয়ে তাদের সমীক্ষার ফলাফল জানিয়েছে। পিয়ার-রিভিউড বিজ্ঞান পত্রিকা ‘ক্যানসার’-এ এই সমীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সেখানে গবেষকেরা দাবি করেছেন, মুখ, গলা ও শ্বাসনালিতে ক্যানসারের আশঙ্কা কমাতে পারে চা বা কফি। তবে ঠিক কীভাবে ক্যানসারের ঝুঁকি কমবে, তা নিয়ে এখনও গবেষণা ও সমীক্ষা চলছে।
‘ইন্টারন্যাশনাল হেড অ্যান্ড নেক ক্যানসার এপিডেমোলজি কনসোর্টিয়াম’ এই সমীক্ষাটি চালাচ্ছে। তারা জানিয়েছে, সাড়ে ৯ হাজার মুখ ও গলার ক্যানসারে আক্রান্ত রোগীকে নিয়ে সমীক্ষাটি করা হচ্ছে গত কয়েক বছর ধরেই। দেখা গিয়েছে, ক্যানসার আক্রান্তদের মধ্যে যাদের নিয়ম মেনে চা বা কফি খাওয়ানো হত রোজ, তাদের মধ্যে ১৫ হাজার ৭০০ জনের ক্যানসার অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
গবেষকেরা দাবি করেছেন, দুধ বা চিনি ছাড়া কালো কফি খাওয়ানো হত রোগীদের। প্রতি দিন চার কাপের মতো কফি খেয়েছেন যারা, তাদের শরীরে ক্যানসারের তীব্রতা অনেকটাই কমেছে। মুখগহ্বরের ক্যানসারের ৩০ শতাংশ ও গলার ক্যানসারের ৭০ শতাংশ কমে গিয়েছে অনেকেরই। চা খাইয়েও একই রকম পরীক্ষা করা হয়েছে। সমীক্ষায় আরও দাবি করা হয়েছে, দিনে ৩-৪ কাপ দুধ-চিনি ছাড়া কফি বা চা খেলে গলার ক্যানসারের ঝুঁকি প্রায় ৪১ শতাংশ কমে যেতে পারে।
এই বিষয়ে ভারতের ‘ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন’-এর তথ্য বলছে, কফি বা চা-তে পলিফেনলিক অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান থাকে, যা ক্যানসারের ঝুঁকি কমাতে পারে। তবে তা সকলের ক্ষেত্রে প্রযোজ্য না-ও হতে পারে।
গবেষকেরা জানিয়েছেন, কফি বা চা পরিমিত মাত্রায় খেলে ক্ষতি নেই। তবে বেশি খেলেই মুশকিল। কফি ক্যানসারের ঝুঁকি কমাতে পারে কি না বা পারলেও কীভাবে, সে নিয়ে এখনও গবেষণা চলছে। নিশ্চিত তথ্য এখনই প্রকাশ্যে আনা সম্ভব নয়।
তাই দিনে কত কাপ চা বা কফি খেলে উপকার হবে, তা সেই ব্যক্তির শারীরিক অবস্থার উপরেই নির্ভর করবে। এই বিষয়ে চিকিৎসকের মতামত নেওয়া জরুরি।
প্রিন্ট করুন
Discussion about this post