ডেস্ক রিপোর্ট: ইরানের পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাদেশিক প্রধান মোহাম্মদ ঘাদামি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ওই এলাকায় ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
ইরানের বিচার বিভাগের ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সড়ক নিরাপত্তায় ২০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
গত আগস্টে ইরাকে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে মধ্য ইরানে একটি বাস দুর্ঘটনায় অন্তত ২৮ জন পাকিস্তানি তীর্থযাত্রী নিহত হন।
২০০৪ সালের জুনে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে একটি পেট্রোল ট্যাঙ্কার ও একটি বাসের মধ্যে সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০ জনেরও বেশি লোক মারা যায়।

Discussion about this post