ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানে একটি কয়লাখনিধসে ৩২ শ্রমিক আটকা পড়েছেন। স্থানীয় সময় শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে উত্তরাঞ্চলীয় সামাঙ্গান প্রদেশের দারা-ই সোফ পাইন জেলায় এ ঘটনা ঘটেছে। প্রাদেশিক এক কর্মকর্তার বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আটকা পড়াদের মধ্যে কতজন জীবিত বা মৃত, তা এখনও পরিষ্কার নয়।
সামাঙ্গানের গভর্নরের মুখপাত্র এসমাত মুরাদি বলেন, ‘সকাল থেকে উদ্ধারকাজ চলছে। তবে এখনও খনির প্রবেশপথ পরিষ্কার করা সম্ভব হয়নি।
এএফপি জানায়, খনিশিল্পে পর্যাপ্ত তদারকি ও সুরক্ষার অভাবে আফগানিস্তানের প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। কয়লার পাশাপাশি দেশটিতে মার্বেল, খনিজ, সোনা ও রত্ন পাথরের খনিও রয়েছে। তবে অধিকাংশক্ষেত্রে সুরক্ষা সরঞ্জাম বা আধুনিক যন্ত্রপাতি ছাড়াই শ্রমিকরা অনুন্নত বা পুরনো পদ্ধতিতে কাজ করেন।
এর আগে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে বাগলান প্রদেশে একটি কয়লাখনি ধসে অন্তত ১০ শ্রমিকের মৃত্যু হয়।
একই বছরের জুনে সামাঙ্গানে গ্যাস বিস্ফোরণের কারণে একটি খনিদে ধস নেমে সাত শ্রমিক মারা যান।
২০২১ সালে বাদাখশান প্রদেশে একটি সোনার খনি ধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়। একই প্রদেশে ২০২৩ সালের জানুয়ারিতে আরও একটি সোনার খনিতে ধস নামে। তবে ওই ঘটনায় হতাহতের সংখ্যা জানা যায়নি।

Discussion about this post