ডেস্ক রিপোর্ট: ইরাকের রাজধানী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে কাতিউশা রকেট হামলার ঘটনা ঘটেছ।
ইরাকি নিরাপত্তা বাহিনীর একটি সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ঘাঁটিতে এই হামলা চালানো হয়।
ইরাকের কুর্দিস্তান অঞ্চল ভিত্তিক রুদাও মিডিয়া নেটওয়ার্কের সঙ্গে কথা বলা ওপর একটি ইরাকি সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে।তবে হামলায় ক্ষয়ক্ষতি এবং কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
ইরাকে মার্কিন বাহিনীর উপস্থিতি
নিষিদ্ধ ঘোষিত দায়েশ বা আইএস বিরোধী আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে মার্কিন বাহিনী ইরাকে অবস্থান করছে।ইরাকি সরকারের মুখপাত্র বাসিম আল-আওয়াদি আগেই জানিয়েছিলেন যে, এই জোটের মিশন শেষ করার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।তিনি বলেন, উচ্চ পর্যায়ের ইরাকি কমিটির বৈঠকের ভিত্তিতে এই চুক্তি করা হয়েছে, যা রাজনৈতিক চাপ বা শর্ত ছাড়াই সন্তোষজনক ফলাফল অর্জন করেছে।
চুক্তির ধাপসমূহ
প্রথম ধাপে বিদেশি বাহিনী প্রত্যাহার আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে। আর দ্বিতীয় ধাপ ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে।
প্রেক্ষাপট
২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকি কমান্ডার আবু মাহদি আল-মুহানদিস নিহত হওয়ার পর থেকে ইরাকে মার্কিন বাহিনীর উপস্থিতি জন-অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে।তারা দুজনেই দায়েশ বিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। খবর: ইরনা

Discussion about this post