ডেস্ক রিপোর্ট: ভারতের রাজধানী নয়াদিল্লিতে মারাত্মক বায়ুদুষণে বিপর্যস্ত জনজীবন। পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অতীশী। তবে অনলাইনে প্রাইমারি স্কুলের শ্রেণির কার্যক্রম অব্যাহত থাকবে।
নয়াদিল্লি থেকে এএফপি জানিয়েছে, পুরো রাজধানীবাসীকে গ্রাস করেছে ‘ধোঁয়াশা’। বায়ুদুষণে সবচেয়ে মারাত্মক ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়োজ্যেষ্ঠরা। চোখের জ্বালা-পোড়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভূগছেন স্থানীয় বাসিন্দারা।
যানবাহন চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ডিজেলচালিত যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাছাড়া সব ধরনের যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লির মুখ্যমন্ত্রীর নির্দেশে জরুরি বৈঠক ডেকেছেন পরিবেশমন্ত্রী।
সোমবার (১৮ নভম্বর) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের দুষিত শহরের তালিকায় ১০০১ স্কোর নিয়ে শীর্ষে ছিল নয়াদিল্লি, যা এই মৌসুমে সর্বনিম্ন। বায়ুমান নিয়মিতই ‘বিপজ্জনক’ অবস্থাকেও ছাড়িয়ে যাচ্ছে।
এ কারণে খুব কাছে থাকা জিনিসও দেখতে বেগ পেতে হচ্ছে লোকজনকে। কর্তৃপক্ষ শিশুদের বাড়ির ভেতরে রাখার পরামর্শ দিয়েছেন।
এদিকে গতকাল রোববার দিনের শেষে দিল্লির মুখ্যমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, সশরীরে উপস্থিত হয়ে দশম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সকল শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত, ৫১ থেকে ১০০ পর্যন্ত ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ পর্যন্ত ‘স্পর্শকাতর ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’।

Discussion about this post