ডেস্ক রিপোর্ট: ডোনাল্ড ট্রাম্পের বিজয় ভাষণের কিছুক্ষণ আগে ওয়াশিংটন ডিসিতে কমলা হ্যারিসের নির্বাচনি রাতের পার্টির জায়গায় একদম ভিন্ন দৃশ্য দেখা গেছে।
হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে কমলা হ্যারিসের বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি বক্তৃতা দেবেন না জানানোর পর উপস্থিত সবাই পরিত্যক্ত চেয়ার আর পতাকা ফেলে রেখে বাড়ি ফিরে যান।
এই মুহূর্তে ট্রাম্পের জয়ের সম্ভাবনা বেশ উজ্জ্বল, কারণ তিনি বেশিরভাগ সুইং স্টেটে এগিয়ে আছেন এবং সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছেন। এই অবস্থায় কমলা হ্যারিস সমর্থকদের উদ্দেশে আজ রাতের পূর্বনির্ধারিত বক্তব্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিবিসি জানিয়েছে, কমলার প্রচার শিবিরের একজন সিনিয়র সদস্য এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, আজ রাতে কমলা হ্যারিস বক্তব্য দেবেন না।
এই ঘোষণার পর থেকেই ডেমোক্রেটিক দলের সমর্থকরা কমলার কার্যালয়ের সামনে থেকে সরে যেতে শুরু করেন। বড় পর্দায় ভোটের ফলাফল দেখানো হচ্ছিল, আর এমন সময়েই ট্রাম্পের সুইং স্টেটগুলোর প্রাথমিক বিজয়ের সংবাদ প্রকাশ পায়। এর পরপরই কমলার প্রচার শিবির থেকে বক্তব্য প্রত্যাহারের ঘোষণা আসে।
বিবিসির আরেক প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সাতটি সুইং স্টেটের মধ্যে পাঁচটিতে ট্রাম্প এগিয়ে আছেন, আর একটিতে এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস। একটি স্টেটের ফল এখনো প্রকাশ হয়নি।

Discussion about this post