ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের বিভিন্ন অংশে হামলার পাশাপাশি চুরিও করছে ইসরায়েলি উপনিবেশবাদীরা। স্থানীয় সূত্র অনুসারে, গতকাল শনিবারও রামাল্লার উত্তর-পূর্বে আল-মুঘায়ের গ্রামে হামলা চালিয়ে ফিলিস্তিনি নাগরিকদের গাছ থেকে জলপাই ফসল চুরি করা হয়েছে।
বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, কট্টর ডানপন্থী ইসরায়েলি সরকারের নীতির কারণে গুরুত্বপূর্ণ জলপাই ফসল কাটার মৌসুমেও ফিলিস্তিনি কৃষকদের বিরুদ্ধে হামলা চলমান রয়েছে। ইসরায়েলি দখলদার বাহিনী ও বসতি স্থাপনকারীরা মিলে সহিংসতা বাড়িয়ে চলছে।
ফিলিস্থিনের ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশন জানিয়েছে, পশ্চিম তীরে জলপাই চাষিদের বিরুদ্ধে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি মৌসুমেই মোট ৩৬০টি আক্রমণ হয়েছে ফসলের ওপর।
রোববার (৩ নভেম্বর) ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশন প্রকাশিত মাসিক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি উপনিবেশবাদীদের ধ্বংসাত্মক কাজের মধ্যে জলপাই ফসল চুরির ঘটনা ২৬টি, ফসল কাটার সরঞ্জাম চুরির ঘটনা ২২টি, পাশাপাশি বাসিন্দাদের মালিকানাধীন ১৫টি তাঁবু ও কাফেলাসহ তিনটি গাড়ি চুরি অন্তর্ভুক্ত রয়েছে।
সেই সঙ্গে ইসরায়েলি আক্রমণের ফলে ১ হাজার ৪০১টি গাছ উপড়ে গেছে, যার মধ্যে ১,৩৩৯টিই জলপাই গাছ। হেবরনে ৭৪০টি গাছ, নাবলুসে ১৯৩টি, রামাল্লায় ১৭৮টি, বেথলেহেমে ১৬০টি, সালফিটে ১০০টি গাছ এবং কালকিলিয়ায় ৩০টি গাছ ধ্বংস করা হয়েছে।

Discussion about this post