ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা হওয়ার আগেই যদি রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করেন, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিস।
কমলা হ্যারিসের প্রচার শিবির ও দলের নেতারা রয়টার্সকে জানিয়েছেন, ২০২০ সালের মতো ট্রাম্প যদি নির্দিষ্ট সময়ের আগেই নিজেকে বিজয়ী দাবি করার চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত তারা।
রয়টার্স জানায়, ভোট গণনা শেষ হওয়ার আগ পর্যন্ত ধৈর্য রাখতে সামাজিক যোগাযোগের মাধ্যমে আহ্বান জানাবেন কমলা হ্যারিস।
ট্রাম্প রিপাবলিকান প্রার্থী এই সপ্তাহে সাংবাদিকদের বলেছিলেন, নির্বাচন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন চূড়ান্ত ফলাফল জানতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে। বিশেষত, যদি কিছু গুরুত্বপূর্ণ অঞ্চলে ভোট পুনর্গণনার দাবি থাকে।
মার্কিন নির্বাচনে বিজয়ীদের নাম সাধারণত দেশটির প্রধান গণমাধ্যমেই ঘোষণা করা হয়। গণমাধ্যমগুলো নির্বাচনি কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া ভোট গণনা বিশ্লেষণ করে। যদিও প্রার্থীরা কখনও কখনও ফলাফল আসার আগেই নিজেদেরকে বিজয় ঘোষণা করেন।
বুধবার এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন কমলা হ্যারিস, “তিনি (ট্রাম্প) যদি আগাম বিজয় ঘোষণা করেন তবে দুঃখজনক হলেও আমরা তাকে প্রতিরোধ করতে প্রস্তুত। আমরা যদি কোনোভাবে জানতে পারি, তিনি আসলেই সংবাদমাধ্যমকে প্রভাবিত করছেন, তাহলে আমরা এর কড়া জবাব দিতে প্রস্তুত।”
ডেমোক্রেটিক পার্টি ও কমলার প্রচার শিবিরের ছয়জন কর্মকর্তা বলেছেন, “ট্রাম্পের জয়ের দাবির বিরুদ্ধে আমরা জনমত গড়ে তুলব। তারা ফলাফল ঘোষণার আগেই বিজয় ঘোষণা করার দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশনের সম্প্রচার করার পরিকল্পনা করেছে।”
ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির এক শীর্ষ কর্মকর্তা এক সাক্ষাৎকারে বলেন, “যখনই ট্রাম্প মিথ্যাভাবে বিজয় ঘোষণা করবেন, আমরা সত্য প্রকাশ করতে বাধ্য হবো।”
২০২০ সালে নির্বাচনের পরদিন সকালেই নিজেকে বিজয়ী ঘোষণা করেন ট্রাম্প। তিনদিন পর প্রথম কোনও সম্প্রচারমাধ্যম জো বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা করলে ফলাফল প্রত্যাখ্যান করেন ট্রাম্প।
তিনি দাবি করেন, ভোট জালিয়াতির মাধ্যমে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। তার এ অভিযোগ বিশ্বাস করে ট্রাম্পভক্তরা দেশজুড়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে।
ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিভ ব্যানন বলেছেন, “ট্রাম্পের দ্রুত বিজয় ঘোষণা করা উচিত। বলা উচিত, ‘আরে, আমিই জিতেছি’।”
ট্রাম্পের প্রচার শিবির রয়টার্সকে বলেছে, রিপাবলিকান প্রার্থী ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। তবে ট্রাম্প আগাম বিজয় ঘোষণার পরিকল্পনা করছেন কি না এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেয়নি তারা।

Discussion about this post