ডেস্ক রিপোর্ট: মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে শনিবার ইসরাইলের বিমান হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। একটি মেডিকেল সূত্র আনাদোলু নিউজ এজেন্সিকে এ তথ্য দিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত উপত্যকাটিতে ৪২ হাজার ২০০ জন নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরাইলের বর্বর এ হামলায় ৯৮ হাজার ৩০০ জনেরও বেশি আহত হয়েছেন।
মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৫২ জন নিহত ও ১২৮ জন আহত হয়েছেন।
গাজায় ইসরাইলের চলমান অবরোধের কারণে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।
গাজায় বছরব্যাপী যুদ্ধে নিহতের সংখ্যা সম্ভবত আরও অনেক বেশি, ফিলিস্তিনি ছিটমহলজুড়ে ধ্বংসস্তূপের মধ্যে হাজার হাজার মৃতদেহ চাপা পড়ে আছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও নৃশংস হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। দেশটির এহেন কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা চলছে।

Discussion about this post