ডেস্ক রিপোর্ট: ইউক্রেন যুদ্ধে রাশিয়ায় পক্ষে যুদ্ধ করছে উত্তর কোরিয়ার সেনারা। এমনটাই দাবি করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন।
মঙ্গলবার পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে এমন অভিযোগ তোলেন তিনি। হিউন জানান, রাশিয়া এবং উত্তর কোরিয়া একটি সামরিক জোটের মতো পারস্পরিক চুক্তিতে স্বাক্ষর করেছে। তাই এ ধরনের সেনা মোতায়েনের সম্ভাবনা খুব বেশি।’ পলিটিকো।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, ‘রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যকার সামরিক জোটের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে উঠেছে। যুদ্ধে আরও উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করা হতে পারে।’
বক্তব্যে তিনি আরও বলেন- ইউক্রেনীয় সংবাদমাধ্যমের খবর, গত ৩ অক্টোবর দোনেৎস্কের কাছে কিয়েভের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর কোরিয়ার ছয় কর্মকর্তা নিহত হওয়ার ‘অনেক বেশি’ আশঙ্কা রয়েছে।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর মস্কোর সঙ্গে পিয়ংইয়ংয়ের সম্পর্ক আরও জোরদার হয়েছে।
কিম জং উনের সরকার রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে বলেও পশ্চিমাদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে নানা সময়ে। তবে সেসব অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং। এবার আরও বড় অভিযোগ আনল সিউল।

Discussion about this post