ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ায় ৬৪তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। দেশটির ‘ইসলামিক ডেভেলপমেন্ট’ আয়োজিত এই প্রতিযোগিতা শনিবার কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হয়।
৭১টি দেশের ৯২ প্রতিযোগী এতে অংশগ্রহণ করছেন। তার মধ্যে হিফজ বিভাগে ৩৯ ও তিলাওয়াত বিভাগে ৫৩ জন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, এ ধরনের আয়োজন শুধু কুরআনকে সবার মধ্যে মহিমান্বিত করবে না বরং তা বোঝার ক্ষেত্রে সহযোগিতা করবে।
আনোয়ার ইব্রাহিম বলেছেন, মুসলিমদের ঐক্যের অর্থ বুঝতে হবে, বিভ্রান্তি ও বিভেদ এড়িয়ে চলতে হবে যা দেশের অর্থনীতির উন্নয়নের প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিনিধি পরিষদের স্পিকার তান শ্রী জোহরি আব্দুল, প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রী (ধর্মবিষয়ক) দাতুক ডক্টর মোহাম্মদ নাঈম মোখতার এবং মুখ্য সচিব তান শ্রী শামসুল আজরি আবু বকর।
১২ অক্টোবর, প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন দেশটির রাজা ইয়াং দি-পেরতুয়ান আগং সুলতান ইব্রাহিম এবং রানী পেরমাইসুরি আগোং রাজা জারিথ সোফিয়াহ।

Discussion about this post