ডেস্ক রিপোর্ট: দক্ষিণ লেবাননের একটি হাসপাতাল সংলগ্ন মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। শনিবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।
এক বিবৃতিতে মসজিদে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ)।
সালাহ গান্দুর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় চিকিৎসাকর্মীরা আহত হয়েছে। আহতদের অধিকাংশের অবস্থাই গুরুতর। অবশ্য ইসরায়েলি সামরিক বাহিনী দাবি, ওই মসজিদে হিজবুল্লাহ যোদ্ধারা অবস্থান করছিল। আর তা জেনেই হামলা চালিয়েছে ইসরায়েল।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বিনত জিবেলি শহরের ওই হাসপাতাল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হাসাপাতালের পরিচালক জানিয়েছে, সরাসরি হাসপাতালটিতে হামলা চালানো হয়।
এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, গত ১৭ সেপ্টেম্বর থেকে লেবাননজুড়ে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে ২৬১ জন নারী ও ১২৭জন শিশু রয়েছে। খবর আল জাজিরা

Discussion about this post