ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনে ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর ১৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। শুক্রবার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানের দায়িত্বে থাকা মার্কিন সেন্ট্রাল কমান্ডা- সেন্টকম জানায়, হুথিদের অস্ত্রব্যবস্থা, সামরিক ঘাঁটি ও অন্যান্য সরঞ্জামকে লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
পেন্টাগন জানিয়েছে, ‘নৌচলাচলের স্বাধীনতা রক্ষার জন্য’ এই হামলাগুলো চালানো হয়েছে। হামলায় একযোগে বিমান এবং যুদ্ধজাহাজ ব্যবহার করা হয়েছে।
হুথি-সমর্থিত সংবাদমাধ্যম আল মাসিরাহ টিভি নেটওয়ার্ক বলছে, ইয়েমেনের প্রধান প্রধান শহরগুলো এমনকি রাজধানী সানাতেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সানা শহরে চারটি এবং হুদাইদাহ শহরে সাতটি হামলা হয়েছে।
হুদাইদাহ শহরের একটি বিমানবন্দর ও কাথিব এলাকায় হুথি নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটি লক্ষ করে হামলাগুলো চালানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে, শহরজুড়ে ধোঁয়া উড়তে দেখা গেছে। এছাড়া ধামার প্রদেশে এবং সানার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বায়দা প্রদেশেও বিমান হামলা হয়েছে।
আল মাসিরাহ অবশ্য কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত জানায়নি। তবে বলেছে, যুক্তরাজ্যও হামলায় অংশ নিয়েছিল।
কিন্তু যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলায় জড়িত থাকার বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেছে।
লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজ চলাচলে হুথিদের হামলার প্রতিক্রিয়ায় জানুয়ারি থেকে ইয়েমেনে গোষ্ঠীটির লক্ষ্যবস্তুতে বারবার হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
সোমবারও হুথিরা জানিয়েছে, মার্কিন একটি ড্রোন ভূপাতিত করেছে তারা। যুক্তরাষ্ট্রও মানববিহীন ওই ড্রোন হারানোর কথা শিকার করেছে।
নভেম্বর থেকে হুথিরা প্রায় ১০০টি জাহাজের ওপর হামলা চালিয়েছে, যার মধ্যে দুটি জাহাজ ডুবে গেছে। গাজার ওপর ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ জলপথে এই হামলাগুলো চালানোর দাবি করেছে তারা।

Discussion about this post