ডেস্ক রিপোর্ট: লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন।
যে ভবনটিতে বিমান হামলা চালানো হয়েছে, সেটি বাচৌরাতে অবস্থিত। বহুতল ওই ভবনটি একটি স্বাস্থ্যকেন্দ্র ছিল, যেখানে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আসা-যাওয়া ছিল।
ওই ভবনে আক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী।
বৈরুতের কেন্দ্রে, বিশেষ করে লেবাননের সংসদের এত কাছাকাছি ইসরাইলি হামলা এবারই প্রথম। এখানে হামলা হয়েছে, সেই স্থানটি সংসদ থেকে মাত্র কয়েক মিটার দূরে অবস্থিত।
এর আগে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছিল যে দক্ষিণ লেবাননে তাদের ৮ জন সৈন্য নিহত হয়েছে। ওই ঘোষণা দেওয়ার পরপরই লেবাননে এই হামলা হয়।
তবে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করার পর এটিই ছিল ইসরাইলের প্রথম ক্ষতি। এই প্রথম বৈরুতের কেন্দ্রস্থলে হামলা চালালো ইসরাইল। তারা এর আগে মূলত দক্ষিণ বৈরুতে আক্রমণ করছিল।

Discussion about this post