ডেস্ক রিপোর্ট: আগামী বছর রুশ সীমান্তের কাছে ফিনল্যান্ডে একটি নতুন স্থল বাহিনী স্থাপন করবে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। সামরিক সংঘাতের সময় উত্তর ইউরোপে জোটটির স্থল বাহিনীকে অভিযানের নেতৃত্ব দেবে এই বাহিনী। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ফিনিশ প্রতিরক্ষামন্ত্রী আন্টি হাক্কানেন এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
গত বছর ন্যাটোতে যোগদান করেছে ফিনল্যান্ড। ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর জোটের সদস্য হওয়ার আবেদন করেছিল দেশটি।
ফিনিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আজ সকালে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমরা মিকেলিতে সেনা সদর দফতরের সঙ্গে একযোগে ন্যাটোকে স্থল বাহিনী প্রতিষ্ঠার প্রস্তাব দেব।’
জুনের তিনি ঘোষণা দিয়েছিলেন, ন্যাটো সব সদস্য রাষ্ট্র তার এই পরিকল্পনায় রাজনৈতিক সমর্থন দিয়েছে।
মাল্টি কর্পস ল্যান্ড কম্পোনেন্ট কমান্ড নামের এই কেন্দ্রটি ন্যাটোর যুক্তরাষ্ট্রভিত্তিক নরফোক জয়েন্ট ফোর্স কমান্ডের অধীনে কাজ করবে। একইসঙ্গে এটি ফিনিশ-রুশ সীমান্ত থেকে প্রায় দুই ঘণ্টার দূরত্বে অবস্থিত মিকেলিতে ফিনল্যান্ডের নিজস্ব স্থল বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করবে।
একটি সংবাদ সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় হাক্কানেন বলেছিলেন, নতুন এই কেন্দ্রের প্রাথমিক বার্ষিক বাজেট থাকবে ৯৫ লাখ ডলার এবং সেখানে কয়েক ডজন আন্তর্জাতিক কর্মকর্তাও থাকবে।
চলতি বছর নতুন সদস্য হিসেবে ফিনল্যান্ডের প্রতিবেশী সুইডেনও ন্যাটোতে যোগ দিয়েছে। চলতি মাসের শুরুতে দেশগুলো বলেছিল, সুইডেন উত্তর ফিনল্যান্ডে বিদেশি ন্যাটো সেনাদের সফর ও আন্তর্জাতিক মহড়ার সমন্বয় করবে।
শুক্রবার একই সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে ফিনিশ সেনাবাহিনীর কমান্ডার পাসি ভ্যালিমাকি বলেছেন, নতুন ইউনিটের ভৌগলিক অবস্থান বিষয়ে পরবর্তী তারিখে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে তারা নর্ডিক অঞ্চলে ল্যান্ড ফোর্স অপারেশন পরিকল্পনার তদারকি করবে।

Discussion about this post