ডেস্ক রিপোর্ট: নতুন সরকার গঠন করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সোমবার (২৩ সেপ্টেম্বর) এক ডিক্রি জারি করে মন্ত্রিসভার নতুন মন্ত্রী নিয়োগ দেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, নতুন মন্ত্রিসভার নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি।
আরেকটি ডিক্রিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদকে সিরিয়ার সহ-রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্র, অর্থ ও বিদ্যুৎসহ অন্যান্য মন্ত্রণালয়ে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
এটি একটি বিদায়ী প্রশাসনকে প্রতিস্থাপন করেছে, যা জুলাইয়ের মাঝামাঝি সংসদীয় নির্বাচনের পর থেকে দায়িত্ব পালন করে আসছিল।
আল-জালালি ২০১৪-২০১৬ সাল পর্যন্ত যোগাযোগমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সালে আসাদের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ থেকে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে অন্তত সাড়ে তিন লাখ মানুষ নিহত হয়েছে।

Discussion about this post