ডেস্ক রিপোর্ট: গাজায় স্কুল কম্পাউন্ডে ইসরায়েলি হামলায় সাতজন নিহত হয়েছেন। রবিবার (২২ সেপ্টেম্বর) সেখানে বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি চিকিৎসকরা এই তথ্য জানিয়েছেন। গাজা শহরের বাস্তুচ্যুত পরিবারগুলোকে এই স্কুলে আশ্রয় দেওয়া হয়েছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ১১টায় বিচ ক্যাম্পের কাফর কাসেম স্কুলে হামলা হয়েছে। নিহতদের মধ্যে হামাস পরিচালিত গণপূর্ত ও বাসস্থান মন্ত্রণালয়ের পরিচালক মাজেদ সালেহও রয়েছেন।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, হামাস যোদ্ধাদের লক্ষ্যবস্তু করে হামলা করেছে তারা। এসময় বেসামরিক নাগরিকদের ঝুঁকি সীমিত করতে বিমান নজরদারিসহ অন্যান্য পদক্ষেপও নিয়েছে।
গাজা শাসনকারী ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অভিযোগ, সামরিক উদ্দেশ্যে হাসপাতাল ও অন্যান্য বেসামরিক ভবন ব্যবহার করছে তারা। তবে এমন অভিযোগ বারবার অস্বীকার করেছে হামাস।
৭ অক্টোবর শুরু হওয়া এই সংঘাতে গাজায় এখন পর্যন্ত ৪১ হাজার ৩শ’রও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এসময় বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২৩ লাখ মানুষ।
এদিকে, ইসরায়েলের সংখ্যা অনুসারে, ইসরায়েলি ভূখণ্ডে হামাসের আকিস্মিক হামলায় এক হাজার ২০০ মানুষ নিহত হন। এসময় আরও প্রায় আড়াইশো জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা।

Discussion about this post