ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের একটি গ্রামে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও নয়জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেনি আঞ্চলিক প্রসিকিউটর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
একটি বিবৃতিতে বলা হয়, হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়। বরোভা গ্রামে হামলায় আহত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খারকিভ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। এটি বারবার রুশ হামলার শিকার হয়।
স্বারাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থল জরুরি পরিষেবাগুলো কাজ করছে। মস্কোর হামলায় আহতদের মধ্যে তিনজন দমকল বাহিনীর সদস্য।
প্রসিকিউটর জানিয়েছে,খারকিভের কিভস্কি জেলায় রুশ হামলায় আরও ৫ জন আহত হন।
সীমান্তবর্তী সুমি অঞ্চলের কর্মকর্তা বলেছেন, ইয়ামপিল শহরে রাশিয়ার হামলায় একজন নিহত হয়েছেন।
রাশিয়ার কুরস্কের একদম বিপরীতে সুমি অঞ্চল অবস্থিত। গত মাসে অঞ্চলটিতে আকস্মিক হামলা শুরু করেছিল ইউক্রেন।

Discussion about this post