ডেস্ক রিপোর্ট: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন কমলা হ্যারিস।
বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের শিকাগোয় ডেমোক্রেটিক পার্টির চার দিনের জাতীয় সম্মেলনের শেষ দিনে বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা দলীয় মনোনয়ন গ্রহণ করেন।
মনোনয়ন গ্রহণের পর দেয়া ভাষণে কমলা বলেন, তার এই মনোনয়ন একটি নতুন পথ তৈরি করার সুযোগ।
তিনি বলেন, ‘আমি সব আমেরিকানদের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।’
কোনো একটি দল বা উপদলের সদস্য হিসেবে নয়, আমেরিকান হিসেবে দেশকে এগিয়ে নিতে আহ্বান জানান তিনি।
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এতে নির্বাচনে কমলার প্রতিপক্ষে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প ।

Discussion about this post