ডেস্ক রিপোর্ট: ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের তৃতীয় দিন মঞ্চে উঠে চমকে দিলেন মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব, অভিনেত্রী, সঞ্চালক ও বক্তা অফরা উইনফ্রে। এ নির্বাচন ‘স্বাধীনতা’ নিয়ে এবং ডেমোক্রেটদের সেটা স্মরণে রাখতে বলেছেন তিনি।
অফরা উইনফ্রে বলেন, ‘এ নির্বাচন আমাদের বা তাদের বিষয় নয়, এখানে ব্যালটে পছন্দ বেছে নেওয়া হবে।’
উইনফ্রে আরও বলেন, ‘আগামী দিনের জন্য আমাদের প্রতিজ্ঞা, আমরা পেছনে ফিরে যাচ্ছি না।’
মঞ্চে দেওয়া বক্তৃতায় উইনফ্রে আরও বলেন, ‘এমন মানুষও আছে, যারা চায় আমাদের দেশকে একটি জাতি হিসেবে তাদের বিরুদ্ধে দেখাতে। এমন মানুষ, যারা আপনাকে বিশ্বাস করাবে, বই বিপজ্জনক এবং মারণাস্ত্র নিরাপদ। কিন্তু এখানে বিষয় হলো, যখন আমরা একজোট হই, আমাদের হারানো অসম্ভব।’
উইনফ্রে এ সময় রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট জে ডি ভ্যান্সকে নিয়েও কথা বলেন। বিশেষ করে নিঃসন্তান নারীদের নিয়ে ভ্যান্সের ‘চাইল্ডলেস ক্যাট লেডি’ মন্তব্যের সমালোচনা করেন তিনি। খবর সিএনএন

Discussion about this post