ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি করা মুভির ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান তিনি।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমাদের মুভি তৈরির ব্যবসা চুরি করেছে অন্য দেশগুলো। অনেকটা ‘শিশুর থেকে চকলেট চুরির মতো’।
গত মে মাসেই ট্রাম্প মুভি শিল্পের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। তবে ওই সময় তিনি বিস্তারিত কিছু জানাননি। এতে এ খাত সংশ্লিষ্ট মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।
ট্রাম্পের এ ঘোষণার পর নেটফ্লিক্স এবং ওয়ার্নার ব্রোস ডিসকভারির শেয়ারে যথাক্রমে ১ দশমিক ৪ এবং ০ দশমিক ৬ শতাংশ পতন ঘটে।
এছাড়া যেসব দেশ যুক্তরাষ্ট্রে ফার্নিচার তৈরি না করে তাদের পণ্যেও বাড়তি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প ইতোমধ্যেই আমদানি করা রান্নাঘরের ক্যাবিনেট ও প্রসাধন সামগ্রী রাখার ছোট আলমারির ওপর ৫০ শতাংশ শুল্ক এবং অন্য আসবাবপত্রের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন। এই শুল্ক ১ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এখন ধারণা করা হচ্ছে এসব পণ্যের ওপর শুল্ক আরও বাড়াবেন তিনি।
চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নিয়েই বিদেশি পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। এরপর বিশ্বের সব দেশের পণ্যে শুল্ক চাপিয়েছেন তিনি। এরমধ্যে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে দেশটির রপ্তানি শিল্পকে অনিশ্চয়তায় ফেলেছেন ট্রাম্প।
খবর : দ্য গার্ডিয়ান

Discussion about this post