ডেস্ক রিপোর্ট: অশ্লীলতার অভিযোগে ভারতে নিষিদ্ধ করা হয়েছে ২৪টি অ্যাপ ও ওটিটি প্ল্যাটফর্মকে। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বন্ধ করে দেয়া অ্যাপ ও ওটিটি প্ল্যাটফর্মের নাম প্রকাশ করেছে ভারত সরকার।
ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদন থেকে জানা যায়, অহেতুক যৌনতা, হিংসা, আপত্তিকর বিষয়বস্তুর বাড়াবাড়ি বন্ধে ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশটির ২৪টি অ্যাপ এবং ওয়েব প্ল্যাটফর্ম বন্ধ করেছে। ‘সফট পর্ন কনটেন্ট’ প্রচারের দায়ে নিষিদ্ধ করা হয়েছে বেশ কিছু অ্যাপও।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, ভারতীয় আইন অনুযায়ী আইটি আইনের ধারা ৬৭ এবং ৬৭এ অনুযায়ী, বৈদ্যুতিক মাধ্যমে কোনোভাবে অশ্লীল বা যৌন উত্তেজক কোনো কিছু দেখানো যায় না। একইভাবে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৪ অনুযায়ী, গানের দৃশ্যে অশ্লীল অঙ্গভঙ্গিও নিষিদ্ধ।
আবার ১৯৮৬ সালের আইন অনুযায়ী, কোনো মাধ্যমেই নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করা যায় না। কোনোভাবেই যেন ভারতে এসব অশ্লীল অ্যাপ এবং ওটিটি প্ল্যাটফর্ম কেউ দেখতে না পারে সেজন্য কড়া পদক্ষেপ নিচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত বছর মার্চ অশ্লীল বিষয়বস্তু দেখানোর অভিযোগে ১৮টি ওটিটি প্ল্যাটফর্মের ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ এবং ৫৭টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডল নিষিদ্ধ করেছিল।

Discussion about this post