ডেস্ক রিপোর্ট: ইয়েমেনের হুথি যোদ্ধারা একটি ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন ব্যবহার করে ইসরায়েলের চারটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) ইয়েমেনের আল মাসিরাহ টেলিভিশন চ্যানেল হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘ক্ষেপণাস্ত্র বাহিনী একটি সামরিক অভিযান পরিচালনা করেছে এবং প্যালেস্টাইন-২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত বেয়ার শেভা এলাকায় জায়নিস্ট শত্রুর একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে।’
হুথি মুখপাত্রের মতে, তাদের যোদ্ধারা তিনটি ড্রোন ব্যবহার করে ইসরায়েলি শহর আইলাত, আশকেলন এবং হাদেরার ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে’ হামলা করেছে।
শুক্রবার সন্ধ্যায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
২০২৩ সালে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বৃদ্ধির পর ইয়েমেনি হুথি আন্দোলন ফিলিস্তিনের প্রতি সমর্থন জানায়। তারা সতর্ক করে দেয়, যতক্ষণ ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে হামলা চালাবে, ততক্ষণ তারাও ইসরায়েলে, বিশেষ করে লোহিত সাগর এবং বাব এল-মান্দেব প্রণালী দিয়ে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ যেতে দেবে।
২০২৩ সালের নভেম্বরের মাঝামাঝি থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে হুথিরা কয়েক ডজন জাহাজে হামলা চালিয়েছে।
কয়েক মাস আগে গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইয়েমেনি যোদ্ধারা ইসরায়েলের ওপর হামলা স্থগিত করে। কিন্তু যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল আক্রমণ চালালে হুথিরা পুনরায় প্রতিক্রিয়া জানাতে শুরু করে।

Discussion about this post