ডেস্ক রিপোর্ট: আকাশসীমা পুরোপুরি খুলে দিয়েছে ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা এ ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা ঘোষণা করেছে, দেশের সব বিমানবন্দর স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করেছে এবং দেশের আকাশসীমা আবারও আন্তর্জাতিক আকাশপথের জন্য ২৪ ঘণ্টা খোলা রয়েছে।
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার জনসংযোগ বিভাগ জানিয়েছে, বেসামরিক বিমান চলাচল সমন্বয় কমিটির সিদ্ধান্ত এবং বর্তমান পরিস্থিতিতে পুঙ্খানুপুঙ্খ নিরাপত্তা ও নিরাপত্তা মূল্যায়নের পর, দেশের সমস্ত বিমানবন্দর স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে এবং জনসাধারণকে বিমান পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত।
বিভাগটি আরও জানায়, গৃহীত সিদ্ধান্ত অনুসারে, মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিদিন ভোর ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যাত্রীদের পরিষেবা দেবে।
তবে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশিক্ষণ এবং বিনোদনমূলক বিমান চলাচল স্থগিত থাকবে।
গত ১৩ জুন ইসরাইলি বিমান হামলার পর আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয় ইরান। ইসরাইলি হামলার জবাবে তেলআবিবে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। দীর্ঘ ১২ দিনের হামলা-পালটা হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয় দুদেশের মধ্যে।

Discussion about this post